০৪ গোপন মমি
ব্রাসভের এক নিঝঝুম গ্রামে, রোমানিয়া যেটি ট্রান্সিলভানিয়া নামেই বেশি পরিচিত, সেখানে সাতজন গ্রামবাসীকে মৃত পাওয়া গেছে, যাদের ঘাড়ে দাঁতে ছাপ! মর্ত্যসেন ঠিক কুসংস্কারগ্রস্ত নয়, তবে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে সে চলে যায় ১৮৯১ সালে। চুরি যাওয়া পুরানো সামগ্রী, যার মধ্যে রয়েছে এক দূর্মূল্য মমির সার্কোফেগাস, তার সূত্র ধরে সে প্রায় একশো বছর আগের প্রাগ শহরে পৌঁছোয় যেখানে এক তরুণ ভ্রমণকারী একই রকম আক্রমণের শিকার হয়েছিল। দেখে মনে হচ্ছে এ যেন কোনো সময়-অভিযাত্রী ভ্যাম্পায়ার বা রক্তচোষা! আর মর্ত্যসেনের ধারণা, সে রক্ত ছাড়াও আরও কিছুর ধান্দায় রয়েছে!
মুগ্ধবাংলায় একটা যুগের পরিসমাপ্তি ঘটল মর্ত্যসেনের চতুর্থ ও শেষ পর্বের মধ্য দিয়ে।
2nd August, 2023 8:10 AM
Comments
No Comments!